দুই মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা
নীলফামারীর জলঢাকায় দুই কন্যা সন্তানকে শ্বাসরোধে হত্যার পর মা ফেন্সি বেগম (৩০) আত্মহত্যা করেছে। রোববার সকালে উপজেলার কাঠালি ইউনিয়নের দেশীবাড়ি আশ্রয়ণ প্রকল্পে ঘটনাটি ঘটেছে। পুলিশ বেলা সাড়ে ১১ টায় ঘটনাস্থল থেকে মা ও দুই কন্যা সন্তানের মরদেহ উদ্ধার করেছে।
এ ঘটনায় পুলিশ ফেন্সি বেগমের স্বামী আশরাফ আলীকে আটক করেছে।
এলাকাবাসী জানায়, সকালে আশরাফ আলী ক্ষেতে কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে যান। সকাল ৯টার দিকে দুই মেয়ে আকলিমা বেগম (৮) ও খাদিজা বেগমের (৪) মরদেহ শয়ন কক্ষে এবং স্ত্রী ফেন্সি বেগমের মরদেহ ঘরের তীরে ঝুলতে দেখে এলাকাবাসী ঘটনাটি পুলিশকে জানায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলওয়ার মোহাম্মদ হাসান ইনাম জাগো নিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী স্ত্রীর কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে। মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে ঘটনার মূল রহস্য উদঘাটন করা হবে। জিজ্ঞাসাবাদের জন্য আশরাফ আলীকে আটক করেছে পুলিশ।
জাহেদুল ইসলাম/এসএস/পিআর