কান্তজিউতে বোমা বিস্ফোরণ : কাহারোল থানার ওসি প্রত্যাহার


প্রকাশিত: ০৩:১৭ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৫

দিনাজপুরের কাহারোলে ঐতিহাসিক কান্তজিউ রাস মেলায় যাত্রাপালা চলাকালে বোমা বিস্ফোরণে ৬ জন আহত হওয়ার ঘটনায় কাহারোল থানা পুলিশের ওসি আব্দুল মজিদকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
 
শনিবার বিকেল ৫টায় তাকে প্রত্যাহার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
 
জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত ১টায় কান্তজিউ রাস মেলায় ভোলানাথ যাত্রা প্যান্ডেলে বোমা বিস্ফোরণে ৬ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। শনিবার বিকেল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও  দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী ও দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনের পরপরেই কাহারোল থানা পুলিশের ওসি আব্দুল মজিদকে রাস মেলার নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় তাকে প্রত্যাহার করে নেয়া হয়।

এ ব্যাপারে দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।
 
পরে কাহারোল থানা পুলিশের ওসির নাম্বারে ফোন দিয়ে জানতে চাওয়া হলে প্রত্যাহার হওয়া ওসি আব্দুল মজিদ নিজেই ফোন রিসিভ করেন এবং প্রত্যাহার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এমদাদুল হক মিলন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।