গম্ভীরের নেতৃত্বে খেলবেন কোহলিরা


প্রকাশিত: ১০:৪২ এএম, ০৫ ডিসেম্বর ২০১৫

ভারতীয় দলের দরজা তার কাছে একপ্রকার বন্ধই হয়ে গেছে; কিন্তু ঘরোয়া ক্রিকেটে তিনি এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। চলতি মওসুমে তিনিই দিল্লির অধিনায়ক। গৌতম গম্ভীর। এবার তার নেতৃত্বেই বিজয় হাজারে ট্রফিতে দিল্লির ওয়ানডে দলের হয়ে খেলতে দেখা যাবে ভারতীয় টেস্ট দলর অধিনায়ক বিরাট কোহলি, ওপেনার শিখর ধাওয়ান এবং পেসার ইশান্ত শর্মাকে।

১০ থেকে ১৮ ডিসেম্বর হবে উত্তরাঞ্চলের প্রতিযোগিতা। ডিসেম্বরে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ হবে ধরে নিয়েই এই তিনজনকে দিল্লি দলের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে। আর শেষপর্যন্ত যদি পাকিস্তানের সিরিজ হয়? সেক্ষেত্রে তিনজন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা আছে।

তারা হলেন ধ্রব শোরে, বৈভব রাওয়াল এবং বিকাশ টোকাস। গৌতম গম্ভীরের নেতৃত্বে খেলতে কোহলির কোনও সমস্যা হবে কি না! দিল্লি ক্রিকেটের অন্যতম কর্মকর্তা বিনয় লাম্বা জানিয়েছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটারদের পাওয়া যাবে না ধরে নিয়েই গম্ভীরকে গোটা মওসুমের নেতা ঠিক করা হয়েছিল। তাই মনে হয় না, ওর নেতৃত্বে বিরাট খেললে কোনও সমস্যা হবে বা এটা কোনও ইস্যু হবে।’

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।