টিকলি প্রভার টান


প্রকাশিত: ১০:১৯ এএম, ০৫ ডিসেম্বর ২০১৫

ছোট পর্দার জনপ্রিয় মুখ সাদিয়া জাহান প্রভা। খন্ড ও ধারাবাহিক নাটকে ক্রমেই বাড়ছে তার ব্যস্ততা। সম্প্রতি কাজ করেছেন ‌‘টান’ নামের নতুন একটি এক ঘণ্টার নাটকে।

রুদ্র মাহফুজের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার। এতে প্রভা অভিনয় করেছেন ‘টিকলি’ নামে গ্রামের এক চঞ্চল সাধারণ মেয়ের চরিত্রে। এখানে আরো অভিনয় করেছেন আলিফ, নিশা প্রমূখ।

নাটকটি নিয়ে প্রভা জাগো নিউজকে বলেন, ‘এই নাটকে অভিনয় করে মনে হয়েছে খুব সুন্দর একটি গল্পে কাজ করেছি। বরাবরই গ্রামীণ পরিবেশে কাজ করতে ভালো লাগে। আশা করি দর্শকরা উপভোগ করবেন নাটকটি।’

এদিকে নাট্যকার রুদ্র মাহফুজ বলেন, ‘আমি সবসময়ই চেষ্টা করি দর্শকদের বিশুদ্ধ বিনোদন দিয়ে নাটক লিখতে। আমাদের পুরোনো দিনের নাটকগুলো খুব চমৎকার ছিলো। সেগুলো আমাকে অনুপ্রাণীত করে। তেমনি আবহে নাটক লিখতেও উৎসাহিত করে। টান নাটকটিও পুরোনো দিনের নাটকের মেজাজে উপভোগ্য কিছু চরিত্র দিয়ে মৌলিক গল্পের। নির্মাতা যত্ন করে নির্মাণ করেছেন। শিল্পীরাও চমৎকার কাজ করেছেন। দর্শকদের ভালো লাগবে বলেই বিশ্বাস।’

এনটিভির জন্য নির্মিত এই নাটকের গল্পে দেখা যাবে- সুহাস অভিজাত, ধনাঢ্য পরিবারের ছেলে। একদিন এক শরণার্থী মেয়েকে তার ভালো লেগে যায়। কিন্তু এদিকে শহরের রাফা নামের আধুনিক এক মেয়ের সাথে তার বিয়ে ঠিকঠাক।

ঠিক বিয়ের দিন সুহাস কাউকে কিছু না জানিয়ে সোজা চলে যায় কক্সবাজারে সেই শরণার্থী মেয়েটিকে খুঁজতে। সুহাস নাগরিক জীবন-যাপনের সমস্ত সুখ উপেক্ষা করে টিকলি নামের মেয়েটার সাথে নিজেকে জড়িয়ে নেয়।’

এনটিভিতে রোববার রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘টান’।
 
এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।