প্রধানমন্ত্রীর উপহার পেলেন চলচ্চিত্রের ৫০০ শিল্পী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ০৫ জুন ২০২১

করোনা মহামারি পরিস্থিতিতে অসচ্ছল হয়ে পড়া ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীর পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ঢাকাই সিনেমার ৫০০ জন শিল্পীর জন্য ঈদ উপহার পাঠিয়েছেন।

শনিবার (৫ জুন) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে এসব উপহার শিল্পীদের হাতে তুলে দেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহ-সভাপতি মাসুম পারভেজ রুবেল এবং সাধারণ সম্পাদক জায়েদ খান হয়।

শিল্পীদেরকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দেয়ার ব্যাপারে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, সিনেমার ৫০০ শিল্পীর জন্য ঈদ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। এগুলো ঈদের আগেই আমাদের হাতে এসে পৌঁছায়। কিন্তু সে সময় নগদ অর্থসহ সমিতির পক্ষ থেকে শিল্পীদেরকে খাদ্যসামগ্রী দেয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর উপহারগুলো একই শিল্পীদেরকে এখন দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এটা শিল্পী কল্যাণ ফান্ডের কোনো অংশ নয়, প্রধানমন্ত্রীর আলাদা ঈদ উপহার। তিনি এবার শিল্পীদের কথা বিশেষ করে বিবেচনা করেছেন এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ। এসময় তিনি ত্রাণ মন্ত্রীকেও ধন্যবাদ জানান।

এআরএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।