নতুন সিনেমার ট্রেলারে কী চমক দেখালেন অমিতাভ রেজা?

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:১১ পিএম, ০৩ জুন ২০২১

‘আয়নাবাজি’ সিনেমা দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক ঘটে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর। সেই ছবিটি ব্যবসায়িক সাফল্য লাভ করতে সক্ষম হয়। চঞ্চল চৌধুরীর অভিনয় মুগ্ধ করেছিলো অমিতাভের নির্মাণের মুন্সিয়ানায়।

এরপর পরই পরিচালক ঘোষণা দেন তিনি নতুন সিনেমা বানাচ্ছেন। নাম ‘রিক্সা গার্ল’। ছবিটির শুটিং শেষ হয়েছে। চলছে মুক্তি দেয়ার পূর্ব প্রস্তুতি। আলোচনায় এসেছিলো এর প্রথম পোস্টার। এবার প্রকাশ হলো ট্রেলার।

তবে ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ ও প্রত্যাশা অনুযায়ী চমক বা প্রাপ্তির ছোঁয়া পাওয়া যায়নি এ ট্রেলারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপগুলোতেচ্ছে এমনটাই দাবি করছেন অনেকে।

তবে ট্রেলার একটি সিনেমার আভাস মাত্র। তাই চলচ্চিত্রপ্রেমীরা ‘রিকশা গার্ল’ নিয়ে আশাবাদী। তারা প্রত্যাশা করছেন, পুরো সিনেমায় সবাইকে মুগ্ধ করবেন অমিতাভ ও তার টিম।

গেল মঙ্গলবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়। ২ মিনিট ১৮ সেকেন্ডের ট্রেইলারে বিভিন্ন চরিত্রের কণ্ঠে বাংলা ও ইংরেজি ভাষায় সংলাপ শোনা গেছে।

ট্রেলারটিকে সিনেমার ফাস্ট লুক বলে দাবি করেছেন পরিচালক অমিতাভ রেজা নিজেই। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার এই সিনেমাটি যেহেতু দক্ষিণ আফ্রিকার সবচেয়ে পুরোনো ‘ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ প্রতিযোগিতা করতে যাচ্ছে। তাই ইংরেজি ভাষায় ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে।

দেশের প্রেক্ষাগৃহের জন্য যখন লুক, টিজার বা ট্রেলার প্রকাশ করা হবে তখন সেটা অন্যরকম হবে।’

‘রিকশা গার্ল’ সিনেমার গল্প নির্মিত হয়েছে কিশোরী নাঈমার জীবনে নানা স্বপ্ন নিয়ে। ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের লেখা ‘রিকশা গার্ল’ অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন শর্বরী জোহরা আহমেদ।

সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন নভেরা রহমান। তিনি অভিনেত্রী মোমেনা চৌধুরীর মেয়ে।

এছাড়া আরও দেখা যাবে চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেক প্রিয়মুখের উপস্থিতি।

প্রসঙ্গত, এরইমধ্যে ছবিটি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে পুরনো চলচ্চিত্র উৎসব ‘ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এর ৪২তম আসরে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। এরমধ্য দিয়ে হবে ‘রিক্সা গার্ল’ এর আন্তর্জাতিক প্রিমিয়ার।

মহামারীর নানা প্রতিকূলতা পেরিয়ে ডারবান চলচ্চিত্র উৎসবটির ৪২তম আসরের পর্দা উঠবে ২২ জুলাই। দশ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে ১ আগস্ট।

ট্রেলারে ‘রিকশা গার্ল’ :

এলএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।