তামান্না সারোয়ার নীপার একমুঠো জীবন


প্রকাশিত: ১২:০৫ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৫

মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র আয়োজন করেছে বিশিষ্ট আবৃত্তিশিল্পী তামান্না সারোয়ার নীপার একক আবৃত্তি অনুষ্ঠান ‘একমুঠো জীবন’। এটি আগামীকাল শুক্রবার, ৪ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি লিনায়তনে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শামসুর রাহমান, সৈয়দ শামসুল হক-সহ চব্বিশ জন কবির পঁচিশটি কবিতা ঘন্টাব্যাপী আবৃত্তি পরিবেশন করবেন আবৃত্তিশিল্পী নীপা।

সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ও জাতীয় কবিতা পরিষদসহ অন্যান্য জাতীয় সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও সংগঠক এবং  বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এতে উপস্থিত থাকবেন।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।