সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা রয়েছে


প্রকাশিত: ০২:৫৯ পিএম, ০১ ডিসেম্বর ২০১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, বর্তমানে সারাবিশ্বে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। এটি শুধু বাংলাদেশের একার সমস্যা নয়। আন্তর্জাতিক সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা রয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে কিছুতেই আপোস করা চলবে না।

তিনি বলেন, নীতি নৈতিকতার মধ্যে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতে হবে। সেই বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষতা দেশের সার্বিক কল্যাণে হতে হবে। স্বাধীনতার চুয়াল্লিশ বছরে শেখ হাসিনা সরকার প্রথম যিনি সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট গঠন করেছে। যা ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। আর এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।

মঙ্গলবার বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৭ম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলনে যুব ও ক্রীড়া উপ-মন্ত্রী আরিফ খান জয়, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, বৈশাখী টিভির হেড অব নিউজ অশোক চৌধুরী, জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেন জাহাঙ্গীর, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সোমবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বিমান যোগে কক্সবাজার আসেন। ওইদিন তিনি মহেশখালী আদিনাথ মন্দিরসহ কক্সবাজারের বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন করেন।

সায়ীদ আলমগীর/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।