হাজী দানেশে ডিজিটাল ডিভাইসসহ আটক দুই পরীক্ষার্থীকে কারাদণ্ড
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রে অবৈধভাবে ডিজিটাল ডিভাইস ব্যবহার ও কেন্দ্রের পরিবেশ নষ্টের অভিযোগে দুই শিক্ষার্থীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঘুগা গ্রামের রফিকুল সরকারের ছেলে মো. শিমুল সরকার এবং বগুড়ার গাবতলী উপজেলার সন্ধ্যাবাড়ি গ্রামের মো. শামসুল আলমের মেয়ে যারিন তাসনিম।
এদের মধ্যে শিমুল সরকারকে ৩০ দিন এবং যারিন তাসনিমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। সোমবার দিনাজপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী এ আদেশ প্রদান করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার সহকারী পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, সকালে ‘এ’ ইউনিটের পরীক্ষা চলাকালে ড. এম এ ওয়াজেদ ভবনের ৫৪১ নং রুম এবং একাডেমিক ভবন-১ এর জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিংয়ের ল্যাব থেকে অবৈধ ডিজিটাল ডিভাইজসহ ওই দু’জনকে আটক করে দায়িত্বরত পরিদর্শক।
পরে পরীক্ষা কেন্দ্রে থাকা ভ্রাম্যমাণ আদালতের কাছে তুলে দেয়া হলে আদালত দুই পরীক্ষার্থীকে উপরোক্ত সাজা প্রদান করেন।
এমদাদুল হক মিলন/বিএ