কঠিন হলেও অসম্ভব নয় : তামিম


প্রকাশিত: ০৩:০৩ পিএম, ৩০ নভেম্বর ২০১৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পাঁচ ম্যাচের চারটিতে হেরে দারুণ চাপে রয়েছে চিটাগাং ভাইকিংস। কোয়ালিফাইং রাউন্ডে যেতে শেষ পাঁচ ম্যাচের অন্তত চারটি ম্যাচ জিততে হবে। এমন কঠিন সমীকরণ জেনেও বিচলিত হচ্ছেন না দলের অধিনায়ক তামিম ইকবাল। কাজটা খুব কঠিন কিন্তু অসম্ভব নয় এমনটাই জানালেন এই ওপেনার।

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের জন্য কাজটা এখন অনেক কঠিন। পরের পাঁচ ম্যাচের অন্তত চারটা জিততে হবে। তবে ক্রিকেটে অসম্ভব কিছুই নয়। যে কোনো কিছুই হতে পারে। একটি ভালো ম্যাচ দরকার, এরপর সেই ছন্দকে ধরে রাখতে হবে। আমরা এই ছন্দটাই পাচ্ছি না। ভুল কাজ করে যাচ্ছি।’

ব্যাটিংয়ে নিজেদের ভুলের কথা উল্লেখ করতে গিয়ে বরিশাল বুলসের ব্যাটিংয়ের উদাহরণ তুলে বলেন, ‘ওদের ব্যটিংয়ের সঙ্গে আমাদের ব্যাটিংয়ের তুলনা করলে দেখবেন ওরা ৩ উইকেট পড়ে যাওয়ার পর ইনিংস গড়ে তুলেছে। এভাবেই খেলতে হয়। কিন্তু আমাদের শুরুতে উইকেট হারানোর পর কেউ দায়িত্ব নিয়ে ইনিংস গড়ে তোলতে পারেনি। ওপেনাররা সবদিন ভালো করবে না’।

আন্তর্জাতিক পর্যায়ে একজন খেলোয়াড়ের জানা উচিত কার কি দায়িত্ব। কিন্তু নিজেদের দলের খেলোয়াড়দের মাঝে এমন ঘাটতি রয়েছে বলে মনে করেন তামিম। এই প্রসঙ্গে বলেন, ‘আমি তো আর হাতে ধরে বুঝিয়ে দিতে পারব না! এই লেভেলে সবাইকে বুঝতে হবে যে কি করা উচিত। আমার দলে এই ব্যাপারটিরই মূল ঘাটতি। সবার বোঝা উচিত তাদের কি কি করা দরকার। আমি অধিনায়ক হতে পারি কিন্তু সবসময় বলতে পারি না কোথায় বল করতে হবে বা কি করতে হবে। আমি ব্যাট করার সময় তো কারও দিকে তাকিয়ে থাকি না শোনার জন্য।’

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২টায় রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে চিটাগাং ভাইকিংস।

আরটি/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।