শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব


প্রকাশিত: ১০:০৪ এএম, ৩০ নভেম্বর ২০১৫

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ১৭০টি চলচ্চিত্র নিয়ে শুরু হতে যাচ্ছে ‘চতুর্দশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। ‘রেইনবো চলচ্চিত্র সংসদ’র উদ্যোগে আগামী ১৪ থেকে ২২ জানুযারি পর্যন্ত এই উৎসব চলবে।

১৯৯২ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজনের ধারবাহিকতায় ১৯৯৩, ১৯৯৪, ১৯৯৫, ১৯৯৭, ২০০০, ২০০২, ২০০৪, ২০০৬, ২০০৮, ২০১০, ২০১২ এবং ২০১৪ সালে মোট ১৩টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন করেছে। একই ধারবাহিকতায় এবার অনুষ্ঠিত হচ্ছে উৎসবের চতুর্দশ আসর।

রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তন, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তন, আলিয়ঁস ফ্রসেজ মিলনায়তন ও আমেরিকান ইএমকে সেন্টার মিলনায়তনে চলচ্চিত্রগুলোর প্রদর্শনী হবে। তারমধ্যে উৎসবের পর্দা উঠবে উদ্বোধনী দিন ১৪ জানুয়ারি বিকেল ৪টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে বাংলাদেশের রুবাইয়াত হোসেন নির্মিত আন্ডার কনস্ট্রাকশন ছবিটির প্রদর্শনী দিয়ে।

এই উৎসব আয়োজনের কো-স্পন্সর হিসেবে থাকবে আইএফআইসি ব্যাংক লিমিটেড। আয়োজন সহযোগিতায় রয়েছে, নরওয়েজিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ইন হাগুসান্ড, রিলপোর্ট- জার্মানি, ইএমকে সেন্টার, আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’ মিডিয়া পার্টনার এবং ‘একাত্তর টিভি’ নিউজ পার্টনার হিসেবে রয়েছে।

এবারের উৎসবে আফগানিস্তান, আলবেনিয়া, আর্মেনিয়া, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলজিয়াম, ভুটান, ব্রাজিল, কানাডা, চিন, কিউবা, সাইপ্রাস, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, প্যালেস্টাইন, জার্মানি, গ্রিস, গিনি-বিসাউ, হংকং, হাঙ্গেরি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইটালি, জাপান, কাজাখাস্তান, কসোভো, কিরগিস্তান, লাটভিয়া, লেবানন, লুক্সেমবার্গ, মালয়েশিয়া, মেক্সিয়া, নেপাল, নরওয়ে, পাকিস্তান, ফিলিপাইন, পোল্যান্ড, পর্তুগাল, কাতার, রাশিয়া, স্লোভেনিয়া, স্পেইন, দক্ষিণ কোরিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, সিরিয়া, তাইওয়ান, তাজিকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, আরব-আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভেনিজুয়েলা, ওয়েস্টার্ন সাহারা ও স্বাগতিক বাংলাদেশের চলচ্চিত্র প্রদর্শনীতে অংশ নিবে বলে জানা গেছে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।