বেডরুমের কথা জানার অধিকার কারও নেই


প্রকাশিত: ০৬:৫৪ এএম, ২৯ নভেম্বর ২০১৫

ভারতের মত দেশে ক্রিকেটের সঙ্গে পাল্লা দিয়ে দিনদিন টেনিসকে জনপ্রিয় করে তুলছেন সানিয়া মির্জা। টেনিস ডাবলসে বিশ্বে এক নাম্বার তারকা, ভারতে নারী খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় এখন সানিয়া। বিবিসির হান্ড্রেড ওম্যান সিজন উপলক্ষ্যে সানিয়া মির্জার এক সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে বিবিসিতে। বিবিসির সাক্ষাৎকারটি জাগো নিউজের পাঠকদের জন্য তুলে ধরা হল :
 
সানিয়া মির্জা বলেন, একজন নারী হিসেবে সামনে এগুনোর জন্য সফলতা পাবার জন্য অনেক বেশি কষ্ট করতে হয়। আর একজন নারী যদি সামনের দিকে এগিয়ে যায় ক্যারিয়ার নিয়ে ভাবে তাহলে অনেক সময় তাকে প্রশ্নের মুখে পড়তে হয়। অনেকে বলে আরে ওতো বেশি বাইরে যাচ্ছে, ঘরের দিকে তাকাচ্ছেনা।
 
sania-mirza

তিনি বলেন, যদি কাজের ক্ষেত্রে নারী কিছু অর্জনও করে তাহলে শুনতে হয়ে সেতো ‘ওভার এমবিশাস’ হয়ে যাচ্ছে! এমনকি অনেকে এটাও বলে যে মেয়েটা বিয়ে করছেনা কেন? কবে সে মা হবে? অথচ একজন পুরুষকে কিন্তু সেটা শুনতে হয়না। পুরুষকে ভালো বলা হয়, তাকে প্রশংসা করা হয়; এমনকি এগিয়ে যাবার জন্য বেশি উৎসাহ দেয়া হয়!!
 
সানিয়া মির্জার কথায়, আমার কাছে মনে হয়েছে আমি মেয়ে বলেই আমাকে বেশি কষ্ট করতে হয়েছে। আর এটা শুধু ভারত বা নির্দিষ্ট কিছু দেশের জন্য নয়, বিশ্বের সব দেশের জন্যই এ কথাটা সত্য।
 
তার মতে, একজন নারী যতই সফলতা পাননা কেন সে কবে মা হবে সে প্রশ্ন বোধহয় তাকে শুনতেই হয়। এমনকি তাকেও এ প্রশ্ন শুনতে হয় প্রায়ই।
 
sania-mirza

এ প্রসঙ্গে সানিয়া মির্জা বলেন, এ প্রশ্নটা খুবই অসম্মানজনক। আমি যতই পাবলিক ফিগার হইনা কেন বেডরুমে আমি কী করছি তা জানার অধিকার কারও নেই। এটা সম্পূর্ণ ব্যক্তিগত। এই প্রশ্ন যে শুধু আমি শুনেছি তা নয়, অনেক নারীও শুনে। এমন প্রশ্ন কখনও কাউকে করা উচিত নয়।
 
উইম্বলডনের এক খেলা শেষে একটি সংবাদ সম্মেলনে ‘সন্তান কবে নিচ্ছেন’ এই প্রশ্নের সম্মুখীন হতে হয় সানিয়া মির্জাকে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।