করোনায় আক্রান্ত নায়ক জিৎ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:৪৯ পিএম, ২০ এপ্রিল ২০২১

ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়ক জিৎ করোনায় আক্রান্ত। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা নিজেই এই তথ্য জানিয়েছেন।

সেখানে এক বিবৃতিতে জিৎ লেখেন, 'সবাইকে জানাচ্ছি যে আমি করোনা পজিটিভ। বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসকদের পরামর্শ নিচ্ছি৷ গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের করোনা পরীক্ষা করে নেয়ার অনুরোধ জানাচ্ছি। সাবধানে থাকবেন। দ্রুতই দেখা হবে।’

বিজ্ঞাপন

এ অভিনেতার পোস্টের নিচে তার ভক্তরা দুশ্চিন্তা প্রকাশ করছেন৷ অনেকে নায়ককে নানা রকম পরামর্শ দিচ্ছেন। সবাই প্রার্থনা করছেন জিতের সুস্থতার জন্য।

এ মুহূর্তে জিত অভিনীত 'বাজি' সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে৷ এখানে জিতের নায়িকা মিমি চক্রবর্তী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

প্রসঙ্গত, মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত একদিনে দুই লাখ ৫৯ হাজার ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। টানা ছয়দিন দুই লাখের বেশি করোনা শনাক্ত হলো। একদিনে মৃত্যু হয়েছে এক হাজার ৭৬১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছ এক লাখ ৮০ হাজার ৫৩০ জনের।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।