পঙ্কজ সরণ রাশিয়ার নতুন রাষ্ট্রদূত


প্রকাশিত: ০৫:১০ এএম, ২৮ নভেম্বর ২০১৫

বাংলাদেশে ভারতের হাইকমিশনার পঙ্কজ সরণকে রাশিয়ার নতুন রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়েছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, খুব শিগগিরই মস্কো মিশনে যোগ দিবেন পঙ্কজ।

বাংলাদেশে পঙ্কজ সরণের উত্তরসূরির নাম ইতোমধ্যে ঘোষণা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি হলেন হর্ষ বর্ধন শ্রিংলা। থাইল্যান্ড থেকে ঢাকায় হাইকমিশনারের দায়িত্ব নিয়ে আসছেন তিনি। সরণ ফরেন সার্ভিসে ১৯৮২ ব্যাচের কর্মকর্তা।

পঙ্কজ সরণ তার বর্ণাঢ্য কূটনৈতিক ক্যারিয়ারে ওয়াশিংটন, কায়রো ও জেনেভায় ভারতীয় মিশনে দায়িত্ব পালন করেছেন।

এর আগে তিনি বাংলাদেশে ১৯৮৯ থেকে ১৯৯২ পর্যন্ত ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) হিসেবে কর্মরত ছিলেন। তিনি নয়াদিল্লীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ বিভাগের উপ-সচিব ও যুগ্ম-সচিব (উত্তর) ছিলেন।

এছাড়া দু’বার প্রেষণে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়েও দায়িত্ব পালন করেন তিনি। প্রথমবার ১৯৯৫ থেকে ১৯৯৯ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থ, জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের পরিচালক এবং ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত যুগ্ম-সচিব ছিলেন।

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।