দুই বাংলাদেশিকে হত্যায় বিএসএফের দুঃখ প্রকাশ


প্রকাশিত: ০৪:২৫ পিএম, ২৬ নভেম্বর ২০১৫

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের বিপরীতে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার পর দুপুরে অনুষ্ঠিত বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকে এ দুঃখ প্রকাশ করা হয়।

তবে গুলিতে নিহত দুই বাংলাদেশি সাতক্ষীরা সদরের পাঁচরকি গ্রামের মো. নজরুল ইসলাম ও কলারোয়ার কাকডাঙ্গা গ্রামের খালেক সরদারের মরদেহ এখনো ফেরত দেয়নি বিএসএফ। নিহতদের মরদেহ বসিরহাট থানা পুলিশ ভারতের বদরতলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুইটি ফেরত দেয়া হবে বলে জানিয়েছে বিএসএফ।

অপরদিকে, একই ঘটনায় বিএসএফের ধাওয়া থেকে প্রাণে বাঁচতে গিয়ে সোনাই নদীতে ডুবে মারা যায় কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালি গ্রামের মোহর আলির ছেলে মো. আনোয়ার হোসেন (৩৫)। আনোয়ার হোসেনের মরদেহটি বিজিবি কলারোয়া থানা পুলিশের হাতে তুলে দিয়েছে। সাতক্ষীরা সীমান্তের মেইন পিলার ১৩ এর সাবপিলার ৩ থেকে ৫০০ গজ ভারতের অভ্যন্তরে তারালি গ্রামে বৃহস্পতিবার ভোরে এসব ঘটনা ঘটে।

বিজিবির তলুইগাছা কোম্পানি কমান্ডার সুবেদার হুমায়ুন কবির জাগো নিউজকে জানান, দুই বাংলাদেশি বিএসএফের গুলিতে নিহত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার দুপুরে সীমান্তের চারাবাড়িতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজিবি এভাবে বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছে।

৩৮ বিজিবির ব্যাটেলিয়ন অধিনায়ক লে. কর্নেল আরমান জাগো নিউজকে জানান, বিএসএফ কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদ জানিয়েছি আমরা। এ নিয়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। এসময় বিএসএফের ৭৬ ব্যাটালিয়ন কমান্ডান্ট রাজেশ কুমার ও ডেপুটি কমান্ডান্ট অনিল গুরুরিয়া উপস্থিত ছিলেন।

বিষয়টি লিখিতভাবে তাদেরকে জানানো হয়েছে। বিএসএফ আইনি প্রক্রিয়া শেষ করে শুক্রবার সকাল বা দুপুরের মধ্যে মরদেহ দুইটি ফেরত দেবে বলে তিনি জানান।

আকরামুল হক/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।