হুমায়ূন আহমেদ স্মরণে প্রদর্শনী


প্রকাশিত: ১২:৩২ পিএম, ২৬ নভেম্বর ২০১৫

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৭তম জন্মদিন ছিলো ১৩ নভেম্বর। সে উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ব্যাংক এশিয়ার যৌথ উদ্যোগে হুমায়ূন আহমেদের পেইন্টিং, আলোকচিত্র ও স্মৃতিস্মারক নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

জানা গেছে, আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের ২৩ নম্বর গ্যালারিতে প্রদর্শনী উদ্বোধণ হবে। আর প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হবে স্মরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লেখকের প্রিয় অভিনেতা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।

অনুষ্ঠানে লেখকের স্মৃতিচারণ করবেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন, প্রকাশনা প্রতিষ্ঠান অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, কথাসাহিত্যিক আনিসুল হক, ইমদাদুল হক মিলন।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।