পলিটেকনিক ইনস্টিটিউটের সংকট নিরসনে ৬ দফা দাবি


প্রকাশিত: ০৬:৩৯ এএম, ২৬ নভেম্বর ২০১৫

পলিটেকনিক শিক্ষার মানোন্নয়ন ও বিএসসি ডিগ্রী অর্জনের সুবিধার্থে প্রতি বিভাগে নূন্যতম একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় স্থাপনের পাশাপাশি ইনস্টিটিউটের সংকট নিরসনে ৬ দফা দাবি জানিয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির এই যুগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকতর জ্ঞান ও দক্ষতা অর্জনে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জনের জন্য আগ্রহ এবং প্রয়োজনীয়তা বেড়েছে। কিন্তু বর্তমানে প্রায় চার শতাধিক পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিএসসি ডিগ্রী অর্জনের জন্য মাত্র একটি সরকারি প্রতিষ্ঠান ডুয়েট (ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) রয়েছে। যা শিক্ষার্থীদের তুলনায় অপ্রতুল, প্রহসনের নামান্তর। তাই বিএসসি ডিগ্রি অর্জনে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের কোনো বিকল্প নেই।

তারা আরো বলেন, সারাদেশে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে শিক্ষা ব্যবস্থার পরিবেশ, আবাসন-পরিবহন-ক্লাসরুম সংকট, যুগোপযোগী সিলেবাস ও লাইব্রেরিতে পর্যাপ্ত বই না থাকা ইত্যাদি কারণে নানা সংকটে জর্জরিত। তাই মান সম্মত শিক্ষা অর্জনে উত্থাপিত ৬ দফা বাস্তবায়ন অপরিহার্য।

৬ দফা দাবি হল-

এক. পলিটেকনিক শিক্ষার্থীদের বিএসসি ডিগ্রী অর্জনের সুবিধার্থে প্রতি বিভাগে নূন্যতম একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় চালু করা।

দুই. অবিলম্বে পলিটেকনিক ইনস্টিটিউট সমূহে শিক্ষক সংকট নিরসন।

তিন. অবিলম্বে আবাসন-পরিবহন-ক্লাসরুম সংকট নিরসন।

চার. ল্যাবরেটরি ও লাইব্রেরিতে পর্যাপ্ত যন্ত্রপাতি ও বই সরবরাহ।

পাঁচ. যুগোপযোগী সিলেবাস প্রণয়ন।

ছয়. ইন্ডাস্ট্রিয়াল  অ্যাটাচমেন্ট (ট্রেনিং)-এ সম্মানজনক ভাতা প্রদান।

জাতীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক রাজিবুত রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থী রাব্বী হোসেন, বরিশাল পলিটেকনিকের সন্তু মিত্র, নীলমা জাহান, রংপুর পলিটেকনিকের প্রহল্লাদ রায়, ময়মনসিংহ পলিটেকনিকের সৌরভ মাহমুদ প্রমুখ।

এএস/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।