অপি করিমের বাবা আর নেই

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৬ পিএম, ২৫ মার্চ ২০২১

নন্দিত অভিনেত্রী অপি করিমের বাবা সৈয়দ আবদুল করিম মারা গেছেন। গতকাল বুধবার রাতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বিজ্ঞাপন

অপির পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মধ্যরাতে ঘুমের মধ্যে মারা গেছেন সৈয়দ আবদুল করিম।

নিশ্চিত হওয়া গেছে, আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বাদ জোহর আজিমপুর কেন্দ্রীয় মসজিদে সৈয়দ আবদুল করিমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে সেখানকার কবরস্থানে দাফন করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সৈয়দ আবদুল করিম ছিলেন একাধারে কবি ও লেখক। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য ছিলেন। মৌলিক লেখালেখির পাশাপাশি তিনি অনুবাদও করেছেন।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন অপি করিমের। কিছুদিন আগে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন তিনি।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।