অসুস্থ বাবার জন্য দেশে ফিরলেন কাজী মারুফ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ২১ মার্চ ২০২১

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন চলচ্চিত্রনির্মাতা কাজী হায়াৎ। তার অসুস্থতার খবর পেয়ে দেশে ফিরেছেন পুত্র কাজী মারুফ। গেল ১৭ মার্চ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ‌‘ইতিহাস’ খ্যাত এই অভিনেতা।

ঢাকা বিমানবন্দরে নেমেই মারুফ চলে যান হাসপাতালে। এখন বাবার দেখাশোনা করছেন তিনি। কারণ তার মা-ও করোনায় আক্রান্ত।

মারুফ বলেন, ‘আমার দেশে আসার কথা ছিল আরো পরে। কিন্তু বাবা করোনায় আক্রান্ত শুনে আর অপেক্ষা করতে পারিনি। বাবার সেবা দরকার। একজন কাউকে দরকার সর্বক্ষণ পাশে থাকবে। তা ভেবেই আমি দেশে এসেছি।’

বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মারুফ।

প্রসঙ্গত, বাবার পরিচালনায় ‘ইতিহাস’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় মারুফের। প্রথম ছবিতেই পেয়েছেন দর্শকপ্রিয়তা। কাজী হায়াৎ ‘দাঙ্গা’, ‘ত্রাস’, ‘দেশদ্রোহী’, ‘লুটতরাজ’, ‘তেজী’সহ অর্ধশতাধিক ছবি পরিচালনা করেছেন।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।