হাত কেটে গায়িকার মোবাইল নিয়ে গেল ছিনতাইকারী!

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:১১ পিএম, ২০ মার্চ ২০২১

ছিনতাইকারীর কবলে পড়লেন গায়িকা মিলা। জীবনে প্রথমবারের মতো এই ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলেন তিনি। নিজেই এই তথ্য তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন ‘ডিসকো বান্ধর’খ্যাত সংগীতশিল্পী।

তিনি জানান, গত বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামের সামনে জ্যামে আটকে ছিলেন মিলা। এসময় ছিনতাইয়ের শিকার হন তিনি।

বিজ্ঞাপন

মিলা তার পোস্টে লিখেছেন, ‘লাইফ এ প্রথম ছিনতাইকারীর কবলে পরলাম! আর্মি স্টেডিয়াম এর সামনে থেমে থাকা জ্যাম!! ড্রাইভ করছিলাম, অল্প গ্লাস নামানো ছিল। হঠাৎ আমার হাতে ব্লেড দিয়ে আঘাত করে, ছোবল দিয়ে আমার হাতে থাকা মোবাইলটা নিয়ে দৌড়ে রাস্তার অপরদিকে পালিয়ে গেল! মন থেকে যাচ্ছে না ঘটনাটি।’

আহত হয়েছেন কি না ভক্তদের এমন প্রশ্নে মিলা জানিয়েছেন, ‘আমি ঠিক আছি।।কব্জি ফুলে গিয়েছে কিন্তু ঠিক হয়ে আসবে আগামীকালের মধ্যে ইনশাল্লাহ!’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

মিলা এ ঘটনায় পুলিশের কাছে সাহায্য চেয়েছেন কিনা তা জানা যায়নি। তার সঙ্গে যোগাযোগ করলে ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

এলএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।