২০ টাকায় দেখা যাবে ৩ কোটি টাকার নিষিদ্ধ সিনেমা ‘মেকআপ’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:২১ পিএম, ২০ মার্চ ২০২১

চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন পরিচালিত নতুন সিনেমা ‘মেকআপ’। গত ৯ ফেব্রুয়ারি সিনেমাটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। এ সিনেমায় চলচ্চিত্র শিল্পের মানুষকে খারাপভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করে বোর্ড।

সেখানে আরও উল্লেখ করা হয়, সিনেমা ইন্ডাস্ট্রির বিরুদ্ধের সিনেমা ‘মেক্আপ’। তাই এটি ‘প্রদর্শনযোগ্য নয়’।

তবে সিনেমা হলে মুক্তি না পেলেও এটি মুক্তি পাচ্ছে অনলাইনে। আগামীকাল রোববার (২১ মার্চ) থেকে ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে দেখা যাবে সিনেমাটি।

মুক্তির আগে এফডিসির জহির রায়হান কালার ল্যাবে গতকাল শুক্রবার সন্ধ্যায় মেকআপ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে অনন্য মামুন বলেন, ২১ মার্চ ঠিক রাত ৮ টায় আই থিয়েটারে মুক্তি পাবে ‘মেকাপ’।

সেলিব্রিটি প্রডাকশনের ব্যানারে নির্মিত তার এই সিনেমায় ব্যয় হয়েছে প্রায় ৩ কোটি টাকা। সিনেমাটি অনলাইনে দেখতে গ্রাহককে গুনতে হবে মাত্র ২০ টাকা।

তিনি আরও বলেন, একদিনে সাবস্ক্রাইব করে মাত্র ২০ টাকায় পুরো সিনেমাটি একবার দেখা যাবে। কিন্তু একমাস আই থিয়েটারে সাবস্ক্রাইব করে অন্য সিনেমাগুলো দেখতে খরচ হবে মোট ১৫০ টাকা।

‘মেকআপ’ সিনেমায় দেখানো হবে লাইট ক্যামেরায় বন্দি সিনেমার শিল্পীদের জীবনকে। মেকআপের কারণে অনেকে ব্যক্তিগত জীবনের অনেক সত্য লুকিয়ে রাখেন। সিনেমার অনেক শিল্পী শুধু ক্যারিয়ারের কথা ভেবে সংসার জীবন পর্যন্ত আড়াল রাখেন।

দিনশেষে মেকআপ তুলে সবাইকে ফিরতে হয় আপন ঠিকানায়। যেখানে মেকআপ থাকে না, থাকে শুধু সত্য। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, রোশান, রিয়েলী, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জী, বিশ্বনাথ।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।