আনকাট সেন্সর ছাড়পত্র পেলো তৌকীর আহমেদের ‘স্ফুলিঙ্গ’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩২ পিএম, ১৫ মার্চ ২০২১

তৌকীর আহমেদ মানেই পরিচ্ছন্ন নির্মাণের সিনেমা। বিনোদনের মোড়কে তিনি নানা রকম সামাজিক বার্তার কবিতা লেখেন সিনেমার খাতায়। তার নির্মিত ছবিগুলো দেখলেই সেটা অনুধাবণ করা যায়। প্রতিটি সিনেমা তার গল্প-বার্তা ও নির্মাণে স্বতন্ত্র।

তাই তার সিনেমাগুলো নিয়ে দর্শক থেকে সমালোচক, সবারই বাড়তি আগ্রহ থাকে।

এবার ক্যাপ্টেন তৌকীর হাজির হচ্ছেন তার সপ্তম সিনেমা ‘স্ফুলিঙ্গ’ নিয়ে। এটি আসছে ১৯ মার্চ সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে। এ মুহূর্তে চলছে প্রচারণা। যার অংশ হিসেবে এর ট্রেলার ও একটি গান প্রকাশ হয়েছে। আরেকটি রোমান্টিক মুডের গান রয়েছে প্রকাশের অপেক্ষায়।

এদিকে জানা গেল, সিনেমাটি সেন্সরবোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। সেন্সরবোর্ডের সদস্যরা তৌকীর আহমেদের এই সিনেমার বেশ প্রশংসাও করেছেন। চিত্রনাট্য, দৃশ্যায়ণ, সংলাপ, শিল্পীদের অভিনয় মন ছুঁয়েছে বোর্ডের সদস্যদের। যা থেকে আশা করা যায়, সিনেমাটি মুক্তির পর দর্শকেরও মন জয় করতে সক্ষম হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘স্ফুলিঙ্গ’ নির্মাণ করছেন তৌকীর আহমেদ। সিনেমাটি প্রযোজনা করছে ‘স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শ্যামল মাওলা, পরীমনি, জাকিয়া বারী মম ও রওনক হাসান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুসহ আরও অনেকে।

‘স্ফুলিঙ্গ’ সিনেমার সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। সিনেমাটির পরিবেশনার দায়িত্বে আছে ‘দ্য অভি কথাচিত্র’।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।