কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের `রতন`


প্রকাশিত: ০৯:২৩ এএম, ১০ নভেম্বর ২০১৪

কলকাতা চলচ্চিত্র উৎসবে যে ১৮০টি স্বল্পদৈর্ঘ্য ছবি দেখানো হচ্ছে তার মধ্যে মনোনীত হয়েছে বাংলাদেশের একটি। মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে ছবিটি নির্মাণ করেছেন বুলবুল বিশ্বাস। মুহম্মদ জাফর ইকবালের গল্প ‘রতন’ অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে।

২৮ মিনিটের ‘রতন’ নামের এ ছবিটি তৈরি হয়েছে মুক্তিযুদ্ধে বাবা-মা হারানো এক কিশোরকে কেন্দ্র করে। রতনের চরিত্রে অভিনয় করেছে রাসেল। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, রাশেদ মামুন অপু, বীথি, রাজু খান, মুন্নি তালুকদার প্রমুখ।

ছবিটি প্রযোজনা করেছেন আশফাক আহমেদ। ছবির গল্পে দেখা যায়, মুক্তিযুদ্ধ চলাকালীন তাঁতিবন্ধ গ্রামে হামলা চালায় পাকিস্তান সেনাবাহিনী। নির্বিচারে গণহত্যা চালায় তারা। দু’জন মুক্তিযোদ্ধা যখন ঐ গ্রামের অবস্থা পর্যবেক্ষণ করতে যায়, তখন তারা রতনকে খুঁজে পান। ১০ বছরের বালক  রতনের সামনেই খুন হয়েছে তার বাবা, ধর্ষিত হয়েছে মা।

রতনকে যখন মুক্তিবাহিনীর ক্যাম্পে নিয়ে আসা হয় তখন তাকে দেখা হয় বোঝা হিসেবেই। কিন্তু সেই ক্যাম্পের কমান্ডার পাকিস্তানি সেনাদের হাতে ধরা পড়ার পর গেরিলা যুদ্ধে যোগ দেয় সেই ১০ বছরের ছেলেটি। জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।