স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে দুরন্ত টিভিতে ‘আমার সোনার বাংলা’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ১৩ মার্চ ২০২১

স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে দুরন্ত টিভির আয়োজনে থাকছে বিশেষ অনুষ্ঠান ‘আমার সোনার বাংলা’। ২৬ পর্বের এই নতুন অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী ২৬ মার্চ থেকে প্রতি শুক্রবার ও শনিবার।

এই দুইদিন বিকেল ৫টা ৩০ মিনিটে ও রাত ৯টা ৩০ মিনিটে দেখা যাবে ‘আমার সোনার বাংলা’।

স্বাধীনতার জন্য বাংলাদেশের দীর্ঘ সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মকে জানানো এবং শিশুদের দেশপ্রেমে আরো উদ্বুদ্ধ করার প্রয়াসে এই অনুষ্ঠান। এতে অংশ নিয়েছেন প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক ও শিক্ষাবিদ আবুল মোমেন এবং মুক্তি সংগ্রামীশিল্পী সংস্থার সদস্য ও সংগীত শিল্পী শীলা মোমেন।

অনুষ্ঠানটির গল্প আবর্তিত হয়েছে কথা ও কাব্য নামের দুই ভাই-বোনকে ঘিরে। গল্প শুনতে তারা খুব ভালবাসে। আবুল মোমেন ও শীলা মোমেন তাদের শোনান বাংলাদেশের স্বাধীনতার গল্প। শত শত বছরের সংগ্রামের শেষে কিভাবে জন্ম নিলো আমাদের বাংলাদেশ, কত ত্যাগের বিনিময়ে আমরা পেলাম আমাদের সোনার বাংলা- সেসব গল্প মুগ্ধ হয়ে শোনে দুই ভাই-বোন।

এই অনুষ্ঠান প্রসঙ্গে আবুল মোমেন ও শীলা মোমেন জানিয়েছেন , ‘এটি নতুন ধরনের অনুষ্ঠান, দুরন্তের টিম খুব যতœ করে কাজটা করেছে। তাছাড়া দুরন্ত তো শিশুদের জনপ্রিয় চ্যানেল। ইতিহাসে অনেক গল্প, বিস্তর চরিত্র, আছে উত্থানপতন, সাফল্য- পরাভব, উত্তেজনা-প্রশান্তি, ষড়যন্ত্র-অন্তর্ঘাত, নায়ক-খলনায়ক- এসব বৈচিত্র্য নিয়ে অনুষ্ঠানটি শিশুদের আকৃষ্ট না করার কারণ নেই।’

আমাদের প্রতিটি সংগ্রামেই দেশের গান প্রেরণার উৎস হিসেবে কাজ করেছে। তাই প্রতিটি পর্বেই থাকছে দেশের গান ও কোরিওগ্রাফি, যা পরিবেশন করবে শিশু শিল্পীরা।

অনুষ্ঠানটির জন্য গবেষণা ও পান্ডুলিপি রচনা করেছেন অলোক বসু। অনুষ্ঠানটিতে কথা ও কাব্যের ভ‚মিকায় অভিনয় করেছে শেওলা ব্রততী আতœজা ও নাবিদ রহমান তূর্য্য। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার।

এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।