শ্রীলংকা সফরে নৌবাহিনী প্রধান


প্রকাশিত: ১২:২১ পিএম, ২২ নভেম্বর ২০১৫

শ্রীলংকায় অনুষ্ঠিতব্য এশটি মেরিটাইম সম্মেলনে যোগ দিতে নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব রোববার শ্রীলংকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার অ্যাডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী ও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর সৈয়দ মকছুমুল হাকিম নৌপ্রধানকে বিদায় জানান।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর একথা জানিয়েছে।

আগামী সোমবার ও মঙ্গলবার দুইদিনব্যাপী শ্রীলংকার গ্যলে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশ, ভারত, চীন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, অষ্ট্রেলিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের নৌপ্রধান, নৌ প্রতিনিধি, নৌ সমর বিশারদ ও নৌ পর্যবেক্ষকগণ বক্তব্য প্রদান করবেন।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘বৃহত্তর মেরিটাইম সহযোগিতার মাধ্যমে নিরাপদ সমুদ্রপথ- চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়`। সম্মেলনের মূল উদ্দেশ্য আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তার বিষয়ে মতবিনিময়ের মাধ্যমে একটি ফোরাম তৈরি এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে মেরিটাইম চ্যালেঞ্জ মোকাবেলার দিক নির্দেশনা প্রণয়ন করা।

সফরে সস্ত্রীক নৌবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে একজন কর্মকর্তা রয়েছেন। শ্রীলংকা সফর শেষে  আগামী ২৬ নভেম্বর নৌপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।

এসএ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।