আলালের জামিন আবেদন নামঞ্জুর


প্রকাশিত: ০৬:৫০ এএম, ১০ নভেম্বর ২০১৪

নাশকতার পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাকিয়া পারভীন সোমবার আসামির জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন।

আলালের পক্ষে এ্যাডভোকেট তহিদুল ইসলাম জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে ২৫ অক্টোবর মোহাম্মদপুরে আলালের বাসার নিচতলা থেকে আলালসহ সংগঠনটির ৬৩ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে ওই দিন রাতে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মাসুদ শিকদার বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।