অভিনেতা জামিলের রহস্যজনক মৃত্যু

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ০৪ মার্চ ২০২১

হলিউড অভিনেতা জামিল ফ্রেঞ্চ আর নেই। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তারই এজেন্ট। সোমবার (১ মার্চ) জামিলের মৃত্যু হয়েছে। তবে কিভাবে মৃত্যু হলো তা জানা যায়নি।

আন্তর্জাতিক গণমাধ্যম তাই জামিলের মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করেছে। এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ অজানা।

মাত্র ২৯ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুর খবরে শোকস্তব্ধ হলিউড। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মীরা।

একাধিক প্রজেক্টে কাজ করলেও দর্শক জামিলকে বেশি চেনেন নেটফ্লিক্সের সিরিজ ‘ডেগ্রাসি : দ্য নেক্সট জেনারেশন’-এর জন্য। ২০১৯ সালে মুক্তি পাওয়া নেটফ্লিক্সের এ সিরিজটিতে ডেভ টার্নার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল জামিলকে।

এছাড়া নেটফ্লিক্সের সিরিজ ‘সাউন্ডট্র্যাক’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জামিল।

এলএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।