উৎসবে অংশ নিতে ময়মনসিংহে মাইম আর্ট


প্রকাশিত: ১২:৩০ পিএম, ২১ নভেম্বর ২০১৫

বাংলাদেশে মূকাভিনয়ের প্রসারের লক্ষ্যে বহুমাত্রিক কাজ করে চলেছে মাইম আর্ট। আট বছর ধরে চলমান এই প্রচেষ্টায় সংগঠনটি নিয়মিত প্রদর্শনী করে যাচ্ছে ছোট-বড় নাটকের।

এই দলের প্রধান জনপ্রিয় মাইম শিল্পী ও সাংবাদিক নিথর মাহবুব এ যাবৎ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অনেক একক মূকাভিনয়ের শো করলেও পুর দল নিয়ে এবারই প্রথম ঢাকার বাইরে মূকাভিনয় প্রদর্শনী করবেন।

ময়মনসিংহ জেলা শহরের শান্তি মিত্র সমাজ কল্যাণ সংস্থা স্থানীয় জেলা শিল্পকলা একাডেমিতে ২২ নভেম্বর আয়োজন করেছে একদিনের মূকাভিনয় উৎসব। এই উৎসব কমিটির আমন্ত্রণে উৎসবে মূকাভিনয় প্রদর্শনী করতে যাচ্ছে মাইম আর্ট।

উৎসবে মাইম আর্ট নিথর মাহবুব এর রচনা ও নির্দেশনায় ‘যেমন কর্ম তেমন ফল’ প্রযোজনার অংশবিশেষ মঞ্চায়ন করবে। পাশাপাশি থাকবে নিথর মাহবুবের একক মূকাভিনয় পরিবেশনা।

নিথর মাহবুবব জানান, উৎসব শুরু হবে রোববার, ২২ নভেম্বর বিকেল পাঁচটায়।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।