মালিতে জঙ্গি হামলা : ১০ দিনের জরুরি অবস্থা ঘোষণা


প্রকাশিত: ০৪:৩০ এএম, ২১ নভেম্বর ২০১৫

মালির রাজধানী বামাকোতে পাঁচ তারকা হোটেলে জঙ্গি হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হওয়ার ঘটনায় ১০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। শুক্রবার সন্ধ্যায় এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়। খবর বার্তা সংস্থা এএফপি।

এএফপির খবরে বলা হয়, ওই হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম বউবাকার কেইটা মন্ত্রিসভার জরুরি বৈঠক করেন। এরপর দেশব্যাপী ১০ দিনের জরুরি অবস্থার ঘোষণা দেওয়া হয়। যা স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে। এ ছাড়াও ওই জঙ্গি হামলায় নিহতদের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

এদিকে, জঙ্গি সংগঠন আল-মুরাবিতোয়ান এ হামলার দায় স্বীকার করেছে। এই সংগঠনটি আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত। আল জাজিরার এক খবরে জানানো হয়, আল-মুরাবিতোয়ানের নেতা আলজেরিয়ার জঙ্গি মোখতার মেলমোখতার এক অডিও বার্তায় ওই হামলার দায় স্বীকার করেছেন।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।