বিপিএল উদ্বোধনী কনসার্ট লাইভ দেখাবে চ্যানেল নাইন


প্রকাশিত: ০৮:২১ এএম, ১৯ নভেম্বর ২০১৫

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) নতুন আসরের উদ্বোধনী দিনে কনসার্টের আয়োজন করা হয়েছে। সেখানে নৃত্য পরিবেশন করতে প্রথমবারের মতো ঢাকায় আসছেন বলিউড সুপারহিরো হৃতিক রোশন।

তারকাবহুল জমকালো এই অনুষ্ঠানটি বিকেল ৫টা ৩০ মিনিট থেকে সরাসরি সম্প্রচার করবে বেসরকারি স্যাটেলাইট ‘চ্যানেল নাইন’।

আগামী ২০ নভেম্বর রাজধানীর মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের তার সাথে আরো মঞ্চে দেখা যাবে তিন দেশের তারকাদের পরিবেশনা। ভারত থেকে হৃতিকের পাশাপাশি আসবেন কণ্ঠশিল্পী কেকে। শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ অংশ নিবেন নাচে।

আর বাংলাদেশ থেকে সংগীত পরিবেশন করবেন মমতাজ, এলআরবি ও চিরকুট ব্যান্ডের সদস্যরা। এ ছাড়া বিপিএলের থিম সং ‘এই দেশেতে ষোল কোটি মানুষই ক্রিকেটমনা/ কে জানে না পৃথিবীতে, আমাদের উন্মাদনা’ পরিবেশন করবেন কনা, কোনাল ও তাসনুভ নেওয়াল রহমান।

আগামীকাল শুক্রবার, ২০ নভেম্বর বিকেল ৩টায় খোলা হবে স্টেডিয়ামের মূল ফটক।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।