দেখা করতে কারাগারে মুজাহিদের পরিবার
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করতে কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছে তার পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে তারা কারাগারে ভিতরে প্রবেশ করেন।
জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করতে পরিবারের ১২ জন সদস্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভিতরে প্রবেশ করেছেন। পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন- মুজাহিদের স্ত্রী, দুই ছেলে, ছেলের বউ, নাতি ও এক ভাই।
এর আগে পরিবারের পক্ষ থেকে মুজাহিদের সঙ্গে সাক্ষাত করতে কারা কর্তৃপক্ষের কাছে একটি লিখিত আবেদন করা হয়।
উল্লেখ্য, গতকাল বুধবার মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তাদের মৃত্যুদণ্ড বহাল রয়েছে এবং রায় কার্যকরে আর কোনো আইনি বাধা নেই। তবে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন।
জেইউ/আরএস