আসছে অর্ণবের কলকাতা কলিং


প্রকাশিত: ০৭:২০ এএম, ০৯ নভেম্বর ২০১৪

কলকাতার সিনেমা ‘কলকাতা কলিং’ এ সংগীত পরিচালনা করেছেন বাংলাদেশের সংগীতশিল্পী অর্ণব। মৈনাক ভৌমিক পরিচালিত এই ছবিটি আগামী ২১ নভেম্বর ভারতে মুক্তি পাচ্ছে। আর এর মাধ্যমে প্রথমবারের মতো কলকাতার কোনও ছবিতে সংগীত পরিচালক হিসেবে কাজ করলেন অর্ণব। এতে মৌলিক ও রবীন্দ্রসংগীতসহ মোট চারটি গান আছে। সবগুলো গানে তিনি কণ্ঠও দিয়েছেন।

‘কলকাতা কলিং’ মূলত ষাটের দশকের শেষ দিকে মুক্তি পাওয়া প্রখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেনের ‘কলকাতা ৭১’ এর বর্তমান সংস্করণ। ২০১৪-এর কলকাতা কী বলছে, কী চাইছে, কীভাবে দিনকে দিন শহরের নিজের চরিত্র ও সেখানকার মানুষগুলো বদলে যাচ্ছে এসব চিত্রই তুলে ধরা হয়েছে ছবিতে।

এর মাধ্যমে প্রথমবারের মতো সুচিত্রা সেনের তিন উত্তরসূরি মুনমুন সেন, রাইমা সেন ও রিয়া সেন একসঙ্গে অভিনয় করেছেন। এতে আরও আছেন কৌশিক সেন, ঋত্বিক চক্রবর্তী, প্রদীপ মুখোপাধ্যায়। এদিকে কনসার্টের জন্য অর্ণব এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে ২১ নভেম্বর ‘কলকাতা কলিং’ ছবির প্রিমিয়ারে যোগ দেওয়ার কথা রয়েছে এ শিল্পীর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।