ইবির এইচ ইউনিটের স্বাক্ষাতকারের তারিখ ঘোষণা


প্রকাশিত: ০২:৫৮ এএম, ১৮ নভেম্বর ২০১৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও শরীয়াহ অনুষদভুক্ত এইচ ইউনিটের স্বাক্ষাতকারের তারিখ ঘোষণা করা হয়েছে। স্বাক্ষাতকার ২৯, ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

অনুষদ সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও শরীয়াহ অনুষদভুক্ত এইচ ইউনিটের মেধা তালিকা থেকে স্বাক্ষাতকারের তারিখ ঘোষণা করা হয়েছে। এ স্বাক্ষাতকার হবে ২৯ ও ৩০ নভেম্বর এবং আল-ফিকহ বিভাগের স্বাক্ষাতকার ১ ডিসেম্বর। আইন ও মুসলিম বিধান বিভাগে ৮০টি এবং আল-ফিকহ বিভাগে ৬০টি আসনে ভর্তির সুযোগ রয়েছে। আইন ও মুসলিম বিধান বিভাগের মেধা তালিকায় ৮০ জন এবং অপেক্ষমাণ তালিকায় ১৪০ জনকে রাখা হয়েছে। আর আল-ফিকহ বিভাগের মেধা তালিকায় ৬০ জন এবং অপেক্ষমাণ তালিকায় ৮৯ জনকে রাখা হয়েছে বলে জানিয়েছেন এইচ ইউনিটের স্বমন্বয়ক প্রফেসর ড. জহুরুল ইসলাম।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।