শিক্ষিকা হত্যা মামলায় যুবদলের ৪ কর্মী কারাগারে
নোয়াখালীতে পিকেটারের ইটের আঘাতে শামছুন্নাহার নামের এক শিক্ষিকা হত্যা মামলায় যুবদল নেতা ও নোয়াখালী সরকারি কলেজের সাবেক ভিপি ফজলে এলাহি পলাশসহ যুবদলের চার কর্মীর জামিন নামঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার দুপুরে আত্মসমর্পণ করলে নোয়াখালীর বিচারিক ম্যাজিস্ট্রেট ২ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সমরেশ শীল তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
একই মামলায় আসামি জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষ্য চন্দ্র দাসকেও জেলহাজতে পাঠানো হয়।
উল্লেখ্য, গত বছরের ২৯ ডিসেম্বর হরতাল-অবরোধ চলাকালালে নোয়াখালীর মাইজদীর পৌর বাজার এলাকায় পিকেটারদের ইটের আঘাতে স্কুলশিক্ষিকা শামছুন্নাহার মারা যান। ওই ঘটনায় সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলম বাদী হয়ে জেলা যুবদল সভাপতি মাহবুব আলমগীর আলোসহ বিএনপি-জামায়াতের ৫০ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন।
মিজানুর রহমান/এআরএ/আরআইপি