বুধবার মঞ্চে দেওয়ান গাজীর কিসসা
আবারো মঞ্চে আসছে নাগরিক নাট্য সম্প্রদায়ের তুমুল জনপ্রিয় নাটক ‘দেওয়ান গাজীর কিসসা’। জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় এটি মঞ্চস্থ হবে।
বের্টল্ড ব্রেশটের মূল নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন আসাদুজ্জামান নূর। নাগরিক নাট্য সম্প্রদায় সূত্রে জানা গেছে, এবারের প্রদর্শনীতে আবুল হায়াত অভিনয় করছেন না। তার অভিনীত চরিত্রে (মাখন) অভিনয় করবেন পান্থ শাহরিয়ার। তবে আগের মতোই দেওয়ান গাজী চরিত্রে অভিনয় করবেন আলী যাকের। এ ছাড়া অন্য অভিনয় শিল্পীরা থাকবেন।
নাটকটিতে নিয়মিতভাবে অভিনয় করছেন আবুল হায়াত, আলী যাকের, সারা যাকের, রুনা খান, মোস্তাফিজ শাহীন, ফারুক আহমেদ, লাবণ্য, শামীমা নাজনীন, ঝুমু মজুমদার, অরণ্য, জিয়াউল হাসান কিসলু, গোলাম সারোয়ার, বেলায়েত হোসেন মিরু, পিন্টু, শাওন প্রমুখ।
সর্বপ্রথম ১৯৭৭ সালে এ নাটকটি মঞ্চে আনে নাগরিক নাট্য সম্প্রদায়। এরপর নিয়মিত মঞ্চায়নে নাটকটি দর্শকের প্রশংসা অর্জন করে। গত ১২ বছর এই নাটকের প্রদর্শনী বন্ধ ছিল। গত ১১ সেপ্টেম্বর গঙ্গ-যমুনা নাট্য উৎসবকে কেন্দ্র করে নাটকটি আবারও নিয়মিত প্রদর্শনী শুরু হয়।
নাটকটিতে দেওয়ান গাজী চরিত্রে আলী যাকের ও মাখন চরিত্রে আবুল হায়াত দুর্দান্ত অভিনয় করেন।
এলএ/আরআইপি