কর্মকালীন প্রশিক্ষণ দিচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়


প্রকাশিত: ১১:৩৮ এএম, ১৫ নভেম্বর ২০১৫

জনপ্রশাসনে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীকে কর্মকালীন প্রশিক্ষণ দিচ্ছে মন্ত্রণালয়।রোববার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। এদিন বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. তৌহিদুল ইসলাম এ তথ্য জানান।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রণালয়ের ৩২৯ জন কর্মচারীকে প্রতিমাসে ৫ ঘণ্টা করে বছরে ৬০ ঘণ্টা প্রশিক্ষণ দেয়া হবে। এজন্য তাদের মোট ৫টি ব্যাচে ভাগ করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ব্যক্তিগত কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, অফিস সহকারী, অফিস সহায়ক ও গাড়িচালকরা।
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়নকে গতিশীল রাখতে দক্ষ জনপ্রশাসনের বিকল্প নেই। আর দক্ষ জনবল সৃষ্টিতে নিয়মিত প্রশিক্ষণ অপরিহার্য। জনপ্রশাসনকে জনবান্ধব করতে প্রশাসনে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন ধারণা ও কর্মকৌশল। এই ধারণা ও কর্মকৌশলের সঙ্গে খাপ খাইয়ে নিজেকে সেবা প্রদানের জন্য দক্ষ কর্মচারী হিসেবে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে সব মন্ত্রণালয় এ ধরনের প্রশিক্ষণ চালু করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইব্রাহীম হেসেন খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
এআর/জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।