হার্টে বসানো হলো রিং, স্থিতিশীল আছেন ফোয়াদ নাসের বাবু

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৯ পিএম, ০৯ জানুয়ারি ২০২১

দেশের জনপ্রিয় সংগীত পরিচালক ও জনপ্রিয় ‘ফিডব্যাক’ ব্যান্ডের প্রধান ফোয়াদ নাসের বাবু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তার শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে। আগের চেয়ে অনেকটা স্থিতিশীল রয়েছেন তিনি।

এ বিষয়টি নিশ্চিত করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীত পরিচালক ফরিদ আহমেদ বলেন, ‘গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন ফোয়াদ নাসের বাবু। এরপর রাত সাড়ে ১২টার দিকে তাকে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খুব ভয়ে ছিলাম সবাই।

তবে আলহামদুলিল্লাহ, তিনি আগের চেয়ে ভালো আছেন। রাতেই তার হার্টে সফলভাবে রিং পরানো হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল আছে।’

বর্তমানে ফোয়াদ নাসের বাবুকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রসঙ্গত, দেশের অন্যতম সংগীত পরিচলক ও ব্যান্ড ফিডব্যাকের প্রতিষ্ঠাতা সদস্য ফোয়াদ নাসের বাবু। তিনি অসাধারণ কিছু গানের সুর, সংগীত করেছেন। টানা পাঁচ দশক সংগীতে কাজ করে চলেছেন তিনি।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।