প্যারিসের প্রার্থনায় বলিউড


প্রকাশিত: ০৯:২০ এএম, ১৫ নভেম্বর ২০১৫

ভয়াবহ সন্ত্রাসী হামলায় ফ্রান্সের প্যারিসে দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো কারফিউ জারি হয়েছে ফ্রান্সজুড়ে। এই ঘটনায় শোকাতুর সারা বিশ্ব। সবাই সমবেদনা জানিয়ে পাশে দাঁড়াচ্ছেন প্যারিসের। পাশাপাশি হামলার প্রতিবাদে মুখর সামাজিক যোগাযোগ মাধ্যম। এই কাতারে সামিল হয়েছেন বলিউড তারকারাও।

#প্যারিসঅ্যাটাক হ্যাশট্যাগটি ব্যবহার করে টুইট করেছেন অনেক বলিউড তারকা। হতাহতদের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন #প্রেফরপ্যারিস হ্যাশট্যাগ দিয়ে। শনিবার সকালেই এই টুইটগুলো ট্রেন্ডিং-এর শীর্ষে পৌঁছে যায়।

বলিউডের প্রখ্যাত চিত্রনাট্যকার ও গীতিকার জাভেদ আখতার টুইট করেন, ‘অভিধানে এমন কোনো শব্দ পাচ্ছি না যা দিয়ে প্যারিসের এই জঘন্য এবং ঘৃণ্য হত্যাযজ্ঞের প্রতিবাদ করতে পারি।’

বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি টুইট করেন, ‘প্যারিসের ঘটনা ভয়াবহ! এ ভয়ানক হত্যাকান্ডে আমার হৃদয় ভেঙে গেছে। এর শেষ কোথায়?’

অনিল কাপুর লিখেছেন, ‘জীবন কেড়ে নেয়ার অধিকার কোনো আদর্শ হতে পারে না। আমরা প্যারিসের সাথে আছি।’

প্যারিসে অবস্থিত ভারতীয়দের সাহায্যার্থে একটি হেল্পলাইনের নাম্বার উল্লেক করে ঋত্বিক রোশন টুইট করেছেন, ‘নিরীহ মানুষের উপর এরকম ভয়ঙ্কর আক্রমণে ব্যাথিত আমি। ভারতীয়দের সাহায্যার্থে হেল্পলাইন- ০১৪০৫০৭০৭০।’

প্রিয়াংকা চোপড়া সমবেদনা জানিয়ে লিখেছেন, ‘প্যারিসের ঘটনায় আমি শোকাহত। কোনদিকে যাচ্ছে বিশ্ব... কেন এমন ধ্বংসযজ্ঞ? #প্রেফরপ্যারিস। আমি শোকাহত।’

এছাড়াও হতাহতদের দ্রুত আরোগ্য কামনা করে #প্রেফরপ্যারিস টুইট করে নিজেদের সংহতি প্রকাশ করেন ইয়ামি গৌতাম, আয়ুশমান খুরানা, সোনু নিগাম, সিদ্ধার্থ মালহোত্রা, রিতেশ দেশমুখ, রাভিনা ট্যান্ডন, ভিভেক ওবেরয়, বিপাশা বসুর মত তারকারা।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।