শেষ ম্যাচেও শচীনের হার


প্রকাশিত: ০৯:১৮ এএম, ১৫ নভেম্বর ২০১৫

অলস্টার্স ক্রিকেট সিরিজের শেষ ম্যাচেও ওয়ার্ন ওয়ারিয়র্সের কাছে হারলো শচীন ব্লাস্টার্স। অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে আয়োজিত তিন ম্যাচ সিরিজের শেষটিতে ২২০ রানের টার্গেটে খেলতে নেমে ১ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে শেন ওয়ার্নের দল।

রোববার লস অ্যাঞ্জেলসের ডটগার বেসবল স্টেডিয়ামে বড় টার্গেটে খেলতে নেমে ওয়ার্ন ওয়ারিওর্সের শুরুটা মোটেই ভালো হয়নি। দলীয় শূন্য রানে সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনকে সাজঘরে পাঠান ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস। তবে ক্যালিসের সর্বোচ্চ ৪৯ ও রিকি পন্টিং (৪৩) আর কুমার সাঙ্গাকারার (৪২) দুর্দান্ত ব্যাটিংয়ে জয় পায় দলটি।

এর আগে, টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সূচনাটা দারুণ করেন ভারতীয় দুই ওপেনার শেওয়াগ ও অধিনায়ক শচীন টেন্ডুলকার। শচীন করেন সর্বোচ্চ ৫৬ রান। ৫০ রান আসে আরেক ভারতীয় ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলির ব্যাট থেকে। পরে নির্ধারিত ওভার শেষে দলটি পাঁচ উইকেট হারিয়ে ২১৯ রান তোলে। ওয়ারিওর্সের হয়ে নিউজিল্যান্ডের স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি তিনটি উইকেট নেন।

এ হারের মধ্য দিয়ে তিন ম্যাচ সিরিজের সব কয়টিতে ওয়ার্ন ওয়ারিওর্সের কাছে পরাজিত হলো শচীনের ব্ল্যাস্টার্স।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।