৪ দফা দাবিতে ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের মানববন্ধন
কমিউনিটি ক্লিনিকে সরকারিভাবে ১০ম গ্রেডে নিয়োগ প্রদান এবং সকল বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে নিয়োগ বাধ্যতামূলক করাসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।
রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, সাধরণ মানুষের চিকিৎসা সেবা দানের জন্য স্বল্প সময়ে অল্প ব্যায়ে অধিক চিকিৎসক তৈরির লক্ষ্যে এমবিবিএস দের পাশাপাশি ৩ বছর মেয়াদী বর্তমানে ৪ বছর ডিপ্লোমা কোর্স তথা ডিএমএফ কোর্স তৈরির জন্য মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল(ম্যাটস) প্রতিষ্ঠিত হয়।
তারা অভিযোগ জানিয়ে বলেন, বর্তমানে সরকারি ৮ টি ম্যাটস এবং বেসরকারি ২৩২ টি ম্যাটস থেকে প্রতি বছর প্রায় ৮ হাজার থেকে ১০ হাজার ছাত্র ছাত্রী পাস করে বিভিন্ন প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা দিয়ে আসছেন কিন্তু একই কোর্সধারী ডিপ্লোমা নার্স, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং আমাদের সমমনা অন্য সকল ডিপ্লোমাদের উচ্চশিক্ষার সুযোগ থাকলেও আমাদের উচ্চশিক্ষার কোনো সুযোগ নেই ।
তারা আরো বলেন, এই ডিএমএফ কোর্সে অধ্যয়নরত হাজার হাজার ছাত্র ছাত্রীদের উচ্চশিক্ষার ব্যবস্থা করলে একদিকে যেমন এই জাতি সুশিক্ষিত হবে অপরদিকে দেশের স্বাস্থ্যসেবার গতি আরো ত্বরান্বিত হবে।
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ সময় ৪ দফা দাবি জানানো হয়। দাবি গুলো হলো:
এক. উচ্চশিক্ষার ব্যবস্থা করতে হবে।
দুই. পুনরায় ইন্টার্ন ভাতা চালু করতে হবে।
তিন. বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল শিক্ষা বোর্ড গঠন করতে হবে।
চার. কমিউনিটি ক্লিনিকে সরকারিভাবে ১০ম গ্রেডে নিয়োগ প্রদান এবং সকল বেসরকারি হাসপাতাল,ক্লিনিকে নিয়োগ বাধ্যতামূলক করতে হবে।
এএস/এসকেডি/এমএস