নীলফামারীতে বিশেষ অভিযানে আটক ৫৩
নীলফামারীতে পুলিশ অভিযান চালিয়ে ৫৩ জনকে আটক করেছে। শনিবার রাতে নীলফামারীর ডিমলা থেকে ১৪জন, ডোমারে ৮জন, জলঢাকায় ৯জন, কিশোরগঞ্জে ৭জন, সৈয়দপুরে ৭জন এবং নীলফামারী সদর থানা থেকে ৮ জনকে আটক করা হয়েছে।
আটকদের মধ্যে বিএনপি ও জামায়াতের সক্রিয় সদস্য ৩৮জন ও আদালতের বিভিন্ন মামলায় ১৫ জনকে আটক করে। এ সময় আটকদের আত্মীয় স্বজনকে আদালতপাড়া ও থানায় ভিড় করতে দেখা যায়। আটকদের রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।
ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানায়, নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় তাদের ১৫১ ধারায় আটক করা হয়েছে। আটকদের বোরবার সকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন জাগো নিউজকে বলেন, বিভিন্ন নাশকতার পরিকল্পনা করায় পুলিশের বিশেষ অভিযানে শনিবার রাতে বিএনপি জামায়াতের ৩৮ জন ও আদালতের বিভিন্ন মামলায় ১৫ জনসহ ৫৩জনকে আটক করা হয়েছে।
জাহেদুল ইসলাম/এসএস/এমএস