জাসদ আর কত মিথ্যাচার করবে : হান্নান শাহ
১৯৭৫ সালে ৭ নভেম্বর নিয়ে জাসদ একটি মিথ্যার সঙ্গে আরেকটি মিথ্যাকে মিশ্রণ করছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন জাসদ আর কত মিথ্যাচার করবে? শনিবার সন্ধ্যায় রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপি আলোচনা সভাটির আয়োজন করে।
হান্নান শাহ বলেন- জাসদ দাবি করে, কর্নেল তাহেল সব করেছে কিন্তু দেশবাসী তখন তাহেরকে চিনতো না। জিয়াউর রহমানই তখন সবার কাছে গ্রহণযোগ্য ছিলেন।
তিনি বলেন, যখন চারদিকে গোলাগুলি শুরু হয়েছে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তখন জিয়াউর রহমান শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন। তাঁর দক্ষতার কারণেই তিনি বিএনপি গঠন করতে পেরেছিলেন। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছেন।
দুঃখপ্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, বিনা বিচারে মানুষ হত্যা করা হচ্ছে। ক্রসফায়ারের নামে মানুষ খুন করা হচ্ছে। সরকারের এসব কর্মকাণ্ড সবাই জানে।
তিনি বলেন, ৭ নভেম্বরের পর যেভাবে বাংলাদেশ এগিয়ে গিয়েছিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একইভাবে দেশ এগিয়ে নেয়ার আন্দােলনে দলে নেতা-কর্মীদের শামিল হওয়ার আহ্বান জানান তিনি।
সরকারের সব চক্রান্ত ব্যর্থ হয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে বলেও অাশাবাদ ব্যক্ত করেন তিনি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান প্রমুখ। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
এমএম/এসএইচএস/আরআইপি