ভালো আছেন সুমন


প্রকাশিত: ১১:১৬ এএম, ১৪ নভেম্বর ২০১৫

ক্যান্সারের চিকিৎসা নিতে ব্যাংককে রয়েছেন জনপ্রিয় ব্যান্ড তারকা সুমন। সেখানে গত ১২ নভেম্বর তার ডান পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। সুমনের পারিবারিক সূত্রে জানা গেছে, অপারেশনের পর এখন তার শরীরের অবস্থা ভালোর দিকে এগুচ্ছে।

পাশাপাশি সুমনের সাথে যোগাযোগ করা হলে তিনি নিজেই ফেসবুক বার্তায় বিভিন্ন গণমাধ্যমের সাথে কথা বলেন। তিনি জানান, ‘শনিবার পাকস্থলির একটা পরীক্ষা হবে। আর রোববার চূড়ান্ত প্রতিবেদন পাব। আশা করছি, ফল ইতিবাচক হবে। সবার কাছে দোয়া ও ভালোবাসা চাই।’

গত ১২ নভেম্বর বাংলাদেশ সময় দুপুর ১২টায় ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে অস্ত্রোপচার হয়।

অর্থহীন ব্যান্ডের জনপ্রিয় এই গায়ক অনেকদিন ধরেই ক্যানসারে আক্রান্ত। প্রথমে তার মেরুদণ্ডে ক্যান্সর আক্রমণ করেছিল। এরপর মস্তিষ্কে, পাকস্থলি ও কিডনিতেও ছড়ায়। তাই বারবার তাকে অপারেশনের মুখোমুখি হতে হয়েছে। এ নিয়ে ১২ বারের মতো অপারেশনের টেবিলে যেতে হয়েছে বেজবাবা খ্যাত সুমনকে।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।