বাবা হারালেন রবীন্দ্র সংগীতশিল্পী অণিমা রায়

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০২০

মারা গেছেন দেশের খ্যাতনামা রবীন্দ্র সংগীতশিল্পী অণিমা রায়ের বাবা কমল রায়। আজ ২৯ ডিসেম্বর ভোর ৫টায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল-কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অণিমার স্বামী জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সুরকার তানভীর তারেক।

তিনি জানান, তার শ্বশুর হৃদরোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে জরুরিভাবে তাকে হাসপাতালে নেয়া হয়। অবশেষে সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান।

আজ নারায়ণগঞ্জ ফতুল্লার পাগলা এলাকার একটি শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

উল্লেখ্য, অণিমা রায় দীর্ঘদিন ধরেই রবীন্দ্রগানের সঙ্গে যুক্ত। নিজেকে তিনি এ প্রজন্মের একজন জনপ্রিয় রবীন্দ্রসংগীতের গায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। নিয়মিতই তিনি গান করেন। একাধিক টিভি চ্যানেলেও তাকে গাইতে দেখা যায় নানারকম অনুষ্ঠানে।

গান করার পাশাপাশি তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপিকা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অণিমা নারায়ণগঞ্জের মেয়ে। তার বাবার নাম কমল রায় ও মা মিষ্ট রায়।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।