ব্যবসায়ী সংগঠন বাসা’র আত্মপ্রকাশ


প্রকাশিত: ০৪:১৮ এএম, ১৪ নভেম্বর ২০১৫

বাংলাদেশ অ্যাডহেসিভ অ্যান্ড সিল্যান্টস অ্যাসোসিয়েশন নামে নতুন এক ব্যবসায়ী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সম্প্রতি সিদ্দিক বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উক্ত ব্যবসার সঙ্গে জড়িতদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মোহাম্মদ আমিরুল ইসলামকে সভাপতি, মেহেদী আলীকে সিনিয়র সহ-সভাপতি ও এ.কে.এম আজাদকে সহ-সভাপতি করে ২০ সদস্য বিশিষ্ঠ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

অ্যালটিকো গ্রুপের চেয়ারম্যান ও দীর্ঘ ২০ বছর অ্যাডহেসিভ ও সিল্যান্টস ব্যবসার সঙ্গে যুক্ত মোহাম্মদ আমিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের প্রাথমিক গঠনতন্ত্রও গঠন করা হয়। সভায় আলোচকগন বলেন, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে এ ধরণের ব্যবসায়ী সংগঠন অনেক পুরাতন। অথচ বাংলাদেশে এতদিন পর্যন্ত এ ধরনের সংগঠন গড়ে উঠেনি।

সভায় সর্বসম্মতিক্রমে জরুরী ভিত্তিতে সংগঠনের অনুমোদন পাওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করার সিদ্ধান্ত গৃহীত হয়। ইতিমধ্যে সংগঠনের নামে জয়েন্ট স্টক ফার্ম থেকে ছাড়পত্র নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।

এআরএস/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।