ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক এইডস সম্মেলন স্থগিত


প্রকাশিত: ০৬:১৯ পিএম, ১৩ নভেম্বর ২০১৫

এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২তম আন্তর্জাতিক এইডস সম্মেলন (আইক্যাপ ১২) অনিবার্য কারণবশত সাময়িক স্থগিত করা হয়েছে। শুক্রবার কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে সম্মেলনের নতুন তারিখ খুুব শিগগিরই ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।

ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০-২৩ নভেম্বর আইক্যাপ-১২ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রতি দুই বছর পর পর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিভিন্ন দেশে এ সম্মেলনটি আয়োজন করা হয়।

ঢাকায় সম্মেলন সংশ্লিষ্টরা জানিয়েছেন, আয়োজন সফল করার লক্ষ্যে তিনটি কমিটি করা হয়েছে। এছাড়াও ৪০টি বিজ্ঞান সেশনে ২৪০ জন বিজ্ঞানীর তাদের পেপার উপস্থাপন করবেন।

উল্লেখ্য, এবার আন্তর্জাতিক এইডস (আইক্যাপ-১২) সম্মেলনের শুভেচ্ছা দূত মনোনীত হয়েছেন চিত্রনায়ক অনন্ত জলিল। সম্প্রতি রাজধানীর সোনারগাঁও হোটেলের সুরমা হলরুমে এক অনুষ্ঠানে অনন্ত জলিলকে আইক্যাপ-১২এর শুভেচ্ছা দূত ঘোষণা করা হয়।

এমইউ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।