দ্বিতীয় দিনেও জমজমাট লোকসংগীত উৎসব


প্রকাশিত: ০২:০৮ পিএম, ১৩ নভেম্বর ২০১৫
ছবি : লয়েড তুহিন হালদার

দ্বিতীয় দিনেও জমজমাট মেরিল নিবেদিত ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট, আন্তর্জাতিক লোকসংগীত উৎসব।জাকজমকপূর্ণ এই অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দিয়েছেন সান ইভেন্টস এবং মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

Foc-song

তিনি দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মেরিল নিবেদিত ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট নিজেকে চেনার অনন্য এক উৎসব। সবাই আন্তরিক হলেই লোকসংগীতকে বিশ্বের সামনে তুলে ধরা সম্ভব হবে। স্কয়ার গ্রুপ সাংস্কৃতিক অঙ্গনের যে কোন ভালো কাজ এবং এর উন্নয়নের জন্য বরাবরের মতোই কাজ করে যাবে।

Foc-song

উৎসবে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ। তিন দিন ব্যাপি এ উৎসবের দ্বিতীয় দিনে সংগীতের অনন্য মুখ শাহীন সামাদ দেশের বাইরে থেকে আসা শিল্পীদের সঙ্গে উপস্থিত দর্শকদের পরিচয় করিয়ে দেন।

উৎসব মাতাতে দ্বিতীয় দিনের শুরুতেই মঞ্চে ওঠেন ম্যাজিক বাউলিয়ানার শিল্পীরা। নবীণ শিল্পীদের মন মাতানো সুরে মাতে উপস্থিত প্রতিটি দর্শক। ধারাবাহিকতায় মঞ্চে ওঠবেন নাশিদ কামাল, আজগর আলিম, জহির আলিম এবং নূরজাহান আলিম। আজ শ্রোতারা আরো শুনবেন বারী সিদ্দিকীর করুণ গানে বিষাদেও সুর। তরুণ প্রজন্মের একজন হয়ে লোক সংগীতের গান শোনাবেন অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস। আসবেন ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম। আরো আসবেন শিল্পী পবন দাস বাউল, নুরান সিস্টার্স এবং ইউনান আর্ট ট্রুপ এর সদস্যরা।

Foc-song

নিজের অস্তিত্বের জানান দিতেই প্রয়োজন হয় শেকড়ের খোঁজ নেওয়ার। অতীতের কথা, প্রাণের কথা ভুলে গেলে নিজেকেই অস্বীকার করা হয়। আমাদের সত্যিকারের পরিচয় লোকসংগীত। এটি দেশের সংস্কৃতির মূল স্তম্ভ। দেশের সংস্কৃতির গভীরে শিকড় ছড়িয়ে আছে লোক গান । শুধুমাত্র বাংলার মানুষের জীবনধারা নয়, বরং বিভিন্ন ধর্মের প্রার্থনায়, বিভিন্ন মানুষের বৈচিত্রময় জীবনযাপনে লোক সংগীত জড়িয়ে আছে দৃঢ়তার সাথে । ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, সারি আর বাউল গানের সুরে মাতোয়ারা হননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। লোক গানের কথা আর সুরেই বেঁচে আছি আমরা। তাই দিন শেষে  আমরাই লালন, আমরাই হাছন রাজা, আব্বাস উদ্দিন, আব্দুল আলিম, আমরা শাহ্ আব্দুল করিম।

Folk 2
উৎসবের তৃতীয় দিনেও অনুষ্ঠান বিকেল ৫ টা থেকে শুরু হয়ে রাত ১ টা পর্যন্ত চলবে। এ দিন মঞ্চে থাকবেন আবিদা পারভীন, লুবনা মরিয়ম ও সাধনা ডান্স গ্রুপ, ইসলাম উদ্দিন কিস্সাকার, জলের গান, নিয়াভ নি কারা, পার্বতী বাউল, ইন্ডিয়ান ওশেন, কাঙ্গালিনী সুফিয়া এবং হামিরা থেকে মাঙ্গানিয়ারস

এলএ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।