গ্রামীণফোনের অনলাইন স্কুল পরিদর্শন করলেন রবার্ট গিবসন


প্রকাশিত: ০৩:১৪ পিএম, ১২ নভেম্বর ২০১৫

গ্রামীণফোনের অনলাইন স্কুল ও ডিজিটাল শিক্ষা ব্যবস্থা পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন।

বৃহস্পতিবার রায়ের বাজারে অবস্থিত অনলাইন স্কুল পরিদর্শন করেন তিনি। এসময় গ্রামীণফোন এবং জাগো ফাউন্ডেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ভিডিও কনফারেনন্স প্রযুক্তি ব্যবহার করে শহরের শিক্ষকদের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা দানে সুযোগ তৈরি করে এই কার্যক্রম।

এসময় তিনি অনলাইন স্কুলের ধারণার বিষয়ে গভীর উৎসাহ প্রকাশ করেন এবং দূরবর্তী স্কুলগুলোর শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

প্রসঙ্গত বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ১০টি অনলাইন স্কুল আছে, যেখানে প্রায় ৭শ` জন শিক্ষার্থী বিনামূল্যে শিক্ষা গ্রহণ করছে।

আরএম/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।