নিজেকে চেনার এক অনন্য উৎসব ফোক ফেস্ট
ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, সারি আর বাউল গানের সুরে মাতোয়ারা হননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। হাজার বছর পরেও আবেদন ফুরায়নি এসব গানের। এ গানের কথা আর সুরেই বেঁচে আছি আমরা।
তাই আমরাই লালন, আমরাই হাছন রাজা, আব্বাস উদ্দিন, আব্দুল আলিম, আমরা শাহ্ আব্দুল করিম।
এক জীবনে নিজেকে চেনার চেষ্টা চলে অবিরাম। নিজেকে সন্ধান করতে যেতে হয় গভীরে। শেকড়কে জানতে ছুটতে হয় অনেকটা পথ। তবুও হিসেব মেলে না। সঠিক ঠিকানায় পৌঁছাতে সে কি কঠিন সংগ্রাম মানুষের।
নিজেদেরকে চেনার এবং চিনিয়ে দেয়ার কাজটি হাতে নিয়েছে এবার মাছরাঙ্গা টেলিভিশন এবং সান ইভেন্টস। লোকসংগীতের অবারিত রত্ন ভান্ডার সম্পর্কে জানবে এবার বিশ্ব। শহুরে সংস্কৃতির ভিড়ে হারাবে না লোক সংগীত। নতুন প্রজন্ম এবার জানবে লোকসংগীতের কথা। চর্চা করবে লোক গান।
লোকসংগীতের মাধ্যমে বাংলাদেশকে এবং বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরার নতুন এক উপলক্ষ্য মেরিল নিবেদিত ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট, আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’।
মাছরাঙ্গা টেলিভিশন এবং সান ইভেন্টস এর যৌথ আয়োজনে ঢাকার আর্মি স্টেডিয়াম প্রাঙ্গণে ১২ নভেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অনুষ্ঠানটি।
বিশ্বের ৫টি দেশ থেকে ১শ`রও বেশি শিল্পী জড়ো হচ্ছেন একই মঞ্চে গান গাইবার জন্য। বাংলাদেশের সর্বস্তরের মানুষের জন্য এতবড় পরিসরের সাংস্কৃতিক আয়োজন এই প্রথম।
আয়োজনের উল্লেখযোগ্য শিল্পীরা হলেন বাংলাদেশের ফরিদা পারভীন, মমতাজ বেগম, বারী সিদ্দিকী, রব ফকির, কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, শফি মন্ডল, নাশিদ কামাল, মিনু হক ও পল্লবী ডান্স গ্রুপ, লুবনা মরিয়ম ও সাধনা ডান্স গ্রুপ, কাঙ্গালিনী সুফিয়া, অর্ণব, জলের গান, আজগর আলিম, জহির আলিম, নূরজাহান আলিম, ইসলাম উদ্দিন কিস্সাকার, লাবিক কামাল গৌরব ও ম্যাজিক বাউলিয়ানাসহ আরো অনেকে। পাকিস্তান থেকে আবিদা পারভীন ও সাঁই জহুর, ভারত থেকে পাপন, ইন্ডিয়ান ওশেন, নুরান সিস্টার্স, হামিরা থেকে মাঙ্গানিয়ারস্, অর্ক মুখার্জী, পবন দাস বাউল, পার্বতী বাউল, আয়ারল্যান্ড থেকে নিয়াভ নি কারা ও চীনের ইউনান আর্ট ট্রুপ অংশগ্রহণ করবেন। গানের কথা ও সুরে তিন দিনব্যাপি অনুষ্ঠানে তারা মাতাবেন উপস্থিত দর্শকদের।
অনুষ্ঠানের সময়সূচি :
১২ নভেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ১ টা
মিনু হক ও পল্লবী ডান্স গ্রুপ
ফরিদা পারভীন
চন্দনা মজুমদার এবং কিরণ চন্দ্র রায়
অর্ক মুখাজী কালেক্টিভ
লাবিক কামাল গৌরব এর সাথে রব ফকির এবং শফি মন্ডল
সাঁই জহুর
পাপন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
১৩ নভেম্বর, শুক্রবার বিকেল ৫ টা থেকে রাত ১ টা
বাউলিয়ানা, বাউল ভজন ক্ষ্যাপা, স্বপ্নীল সজীব এবং রুবা
নাশিদ কামাল ।
আজগর আলিম, জহির আলিম এবং নূরজাহান আলিম
বারী সিদ্দিকী ।
অর্ণব এন্ড ফ্রেন্ডস
নুরান সিস্টার্স
পবন দাস বাউল
মমতাজ বেগম
ইউনান আর্ট ট্রুপ।
১৪ নভেম্বর, শনিবার বিকেল ৫ টা থেকে রাত ১ টা
লুবনা মরিয়ম ও সাধনা ডান্স গ্রুপ
ইসলাম উদ্দিন কিস্সাকার
জলের গান
নিয়াভ নি কারা
পার্বতী বাউল
ইন্ডিয়ান ওশেন
কাঙ্গালিনী সুফিয়া
হামিরা থেকে মাঙ্গানিয়ারস
আবিদা পারভীন
এসকেডি/পিআর