রংপুরে আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় মামলা
রংপুরের কাউনিয়া উপজেলার বাজেমস্কুর গ্রামে আওয়ামী লীগ নেতা রহমত আলী (৫০) হত্যার ঘটনায় বৃহস্পতিবার কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত রহমত আলীর ছেলে অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
এদিকে, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ২ জামায়াত নেতাকে আটক করেছে। এরা হলেন, কাউনিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস ছাত্তারের ছেলে স্থানীয় একটি কলেজের প্রভাষক মোরশেদ আলম ও তার ভাতিজা শহিদুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হলে আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেছে আদালত।
কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাগো নিউজকে জানান, হত্যাকাণ্ডে অংশ নেয়া কাউকেই এখনো গ্রেফতার করা যায়নি। তবে তাদের গ্রেফতার করার জন্য অভিযান চলছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মনোরঞ্জন রায় জানান, হত্যাকাণ্ডটি পরিকল্পিত। হত্যার কারণ কি তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। তবে মাজার শরীফে দরবার পরিচালনা ও ওরশ মাহফিলকে ঘিরে মাজার বিরোধীরা এই খুনের ঘটনা ঘটিয়েছে বলেই নিহতের পরিবার দাবি করেছেন।
উল্লেখ্য, মঙ্গলবার রাত ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বাজেমস্কুর গ্রামের চৈতারমোড় এলাকায় ওষুধের দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে একদল দুবৃর্ত্ত আওয়ামী লীগ নেতা রহমত আলীকে জবাই করে হত্যা করে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য শহিদুল ইসলাম ও মোরশেদকে আটক করা হয়।
জিতু কবীর/এসএস/পিআর